পুজোর মুখেই বাংলাদেশে প্রতিমা ভাঙচুর, বাড়ল নিরাপত্তা, শঙ্কা নিয়েই আসছেন দুর্গতিনাশিনী

দুর্গাপূজায় বাংলাদেশ সরকারের স্লোগান, 'ধর্ম যার যার, উৎসব সবার'। পুজো শুরুর মুখেই বেশ কয়েক জায়গায় প্রতিমা ভাঙচুর। দুর্গাপুজোয় বাংলাদেশে বাড়ছে নিরাপত্তার ব্যবস্থা। বাড়ছে সেই দেশে পুজোর সংখ্যাও।

 

বাংলাদেশে মৌলবাদীদের দাপট ক্রমেই বাড়ছে। এই অবস্থায় দুর্গাপূজার আগে বাংলাদেশ সরকার স্লোগান চালু করেছে 'ধর্ম যার যার, উৎসব সবার'। এই কথা ঠিক যে বাংলাদেশে দুর্গাপুজোয় হিন্দু-মুসলমান নির্বিশেষে উৎসবে মাতেন। তবে এই বছর পুজো শুরুর হওয়ার ঠিক মুখেই বেশ কয়েকটি জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর সেই কারণেই এই বছর দুর্গাপুজোয় বাংলাদেশে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

চলতি বছরেই বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় মৌলবাদিদের হাতে প্রতিমা ভাংচুর হয়েছে। গত একমাসেই চাঁদপুরের পুরান বাজার সর্বজনীন দুর্গা মন্দির, ময়মনসিংহের মাওরাবাড়ি মন্দির, মৌলবীবাজারের কদুপুরে ভৈরব মন্দির, দিনাজপুরের করই সর্বজনীন দূর্গা মন্দিরে প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। কয়েকটি ক্ষেত্রে দোষীরা ধরা পড়লেও বাকি ঘটনাগুলির কোনও মীমাংসা হয়নি।

Latest Videos

এই অবস্থায় দুর্গাপুজো-কে কেন্দ্র করে বাংলাদেশে অশান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিমা ভাঙচুরের বিষয়ে সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেছেন কমিটি বা জমি নিয়ে দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝির কারণেই মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কোনওরকম ঝুঁকি না নিয়ে দুর্গাপুজোয় অন্যান্য বছরের তুলনায় নিরাপত্তা আরও বাড়ানোর ঘোষণা করেছে শেখ হাসিনা প্রশাসন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বলেন, প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, বাংলাদেশের সেনা বাহিনীর সদস্যরা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মজুত থাকবে। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ৩ লক্ষ। প্যান্ডেলে সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরও থাকবে। পুজোর সময় ইভটিজারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মহিলা স্বেচ্ছাসেবক, জমকল ও নৌ-পুলিশও উপস্থিত থাকবে। এছাড়া, প্রতিটি জেলা সদর ও উপজেলা সদরে পুলিশ কন্ট্রোল রুম খোলা হচ্ছে।
 
মৌলবাদীদের হুমকির আবহেও কিন্তু এই বছর বাংলাদেশে পুজোর সংখ্যা অনেকটাই বাড়ছে। গোটা দেশে মোট ৩১০০০ মণ্ডপে পুজো হচ্ছে৷ রাজধানী ঢাকার পুজোর সংখ্যা ২৩৭৷ সব মিলিয়ে গতবছরের তুলনায় বাংলাদেশে গত বছরের তুলনায় মণ্ডপ বেড়েছে ১০০০টি।

 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata