আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন অবধি শারদীয়া উৎসব তথা দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে "দুর্গাষষ্ঠী", "মহাসপ্তমী", "মহাষ্টমী", "মহানবমী" ও "বিজয়াদশমী" নামে অভিহিত করা হয়। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় "দেবীপক্ষ"। দেবীপক্ষের সূচনার অমাবস্যাই হল মহালয়া। এই দিন হিন্দুধর্মাবলম্বীরা তর্পণ করে তাঁদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধানিবেদন করে। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এই দিন হিন্দু দেবী লক্ষ্মীর পুজা করা হয়। কোথাও কোথাও পনেরো দিন ধরে পালিত হয় এই শারদীয়া উৎসব। সে ক্ষেত্রে মহালয়ার আগের নবমী তিথিতে পুজো শুরু হয়।
আরও পড়ুন- সংসারে মা দুর্গার কৃপা দৃষ্টি বজায় রাখতে, মেনে চলুন এই নিয়মগুলি
হিন্দুশাস্ত্র মতে, এই তিথি অত্য়ন্ত গুরত্বপূর্ণ এবং এই তিথিতে বিশেষ কিছু কাজের ফলে সারাজীবনের জন্য সৌভাগ্য অর্জণ করা যায়। দেবী পক্ষে মানেই মাতৃ আরাধনা, তাই মায়ের কৃপা দৃষ্টি সর্বদা বজায় রাখতে মেনে চলতে হবে বিশেষ কিছু নিয়ম। তার মধ্যে একটি হল দুর্গাপুজোয় অর্ঘ্য দান। এই কারণেই পারিবারিক দুর্গাপুজোগুলিতে শাস্ত্রাচার পালনের উপরেই বেশি জোর দেওয়া হয়। দুর্গা পুজোয় অর্ঘ্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন ধরণের অর্ঘ্যে থাকে এক এক প্রকারের কামনা পূরণ হয়ে থাকে। তাই পুজোয় অর্ঘ্য দানের আগে জেনে নিন কোন অর্ঘ্য দানে কী ফল লাভ হয়।