টলিপাড়ার অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ইন্দ্রনীল ও সায়ন্তনী , দুজনেই খেতে ভালোবাসেন কব্জি ডুবিয়ে তবে সায়ন্তনী পাকা রাঁধুনী ও বটে । তবে এবার নির্দেশনায় রান্না করতে ব্যস্ত অভিনেতা ইন্দ্রনীল ।
স্ত্রীর নির্দেশনায় রান্না করতে ব্যস্ত অভিনেতা ইন্দ্রনীল। দুজনেই খেতে ভালোবাসেন কব্জি ডুবিয়ে তবে সায়ন্তনী পাকা রাঁধুনী ও বটে। তিনি নিত্য নতুন পদ রেঁধে খাওয়ান ইন্দ্রনীলকে। তবে এবার তিনি নির্দেশিকার ভূমিকায়। সায়ন্তনীর রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গেল ইন্দ্রনীলকে। চিজ গার্লিক পরোটা বানালেন ইন্দ্রনীল। রান্নাঘরে তারকা দম্পতির ফুড এক্সপেরিমেন্টের ভিডিও দেখে উত্তেজিত নেটিজেনরা