শহরে এবার নতুন গোয়েন্দা। পেশাগত গোয়েন্দা না হলেও চাকরি বাঁচাতে গোয়েন্দাগিরি বেছে নিতে হয়েছে সুব্রত কে, এমনটাই উঠে আসবে অঞ্জন দত্তের গল্প রিভলবার রহস্যে।
শহরে এবার নতুন গোয়েন্দা। পেশাগত গোয়েন্দা না হলেও চাকরি বাঁচাতে গোয়েন্দাগিরি বেছে নিতে হয়েছে সুব্রত কে। এমনটাই উঠে আসবে অঞ্জন দত্তের গল্প রিভলবার রহস্যে। ড্যানি ডিটেকটিভ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি এটি। সম্প্রতি প্রকাশ পেল ছবির পোস্টার এবং ট্রেলার। ছবির শুটিং হয়েছে দার্জিলিঙে। চিরাচরিত গোয়েন্দাদের থেকে কতটা আলাদা এই গোয়েন্দা? শুনুন কি বলছে কলাকুশলীরা |