এ যেন রূপের মায়ায় কামাগ্নি-র হাতছানি, দুধে-আলতা বক্ষ সৌন্দর্যে চ্যালেঞ্জ ছুঁড়লেন জয়া

বয়স ৫০-এর কোটায় হলেও ছবি দেখে বোঝার উপায় নেই। চেহারায় এখনও বয়সের ছাপ পড়েনি। শরীর সৌন্দর্যে বলে বলে নিউকামারদের গোল দিচ্ছেন জয়া আহসান। সম্প্রতি হট ক্লিভেজ ফ্লন্টস করে নেটদুনিয়ায় আগুন জ্বালালেন ওপার বাংলার সুন্দরী।

Web Desk - ANB | Published : Nov 12, 2022 12:37 PM / Updated: Nov 12 2022, 03:59 PM IST
110

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী  জয়া আহসানের হট ফোটোশ্যুটে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অভিনয় দিয়ে নয় বরং সৌন্দর্য দিয়ে রাতের ঘুম নিমেষে কেড়ে নিয়েছেন জয়া আহসান। ইনস্টা-তে ছবি পোস্ট করা মাত্রই লাখ লাখ অনুরাগীর ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন জয়া আহসান।

210

 এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী  জয়া আহসান সর্বদাই রয়েছেন নেটিজেনদের নজরে। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া।  এই বয়সে এসে এখনও রূপের জাঁদুতে টেক্কা দিতে পারেন নিউকামারদের। 

310

তবে শুধু রূপই নয়, ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন জয়া।  অভিনয় দিয়ে নয় বরং শরীরী উষ্ণতাতেও পুরুষদের কাবু করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী  জয়া আহসান। মডেল থেকে অভিনেত্রী জয়া বর্তমানে হয়ে উঠেছেন জেনওয়াই-দের আইডল। 
 

410


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট অবতারে একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন জয়া। কমলা রঙের ট্রাউজার ও জ্যাকেট পরেছেন জয়া। কালো ব্রালেটে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ।
 

510

 জয়ার হট ক্লিভেজ থেকে চোখ সরছে না ভক্তদের। প্রতিটি ছবিতেই সুপারহট জয়া। খোলা চুল, চোখের চাহনিতে ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন জয়া। অভিনেত্রীর ইশারায় পাগল হয়েছেন ভক্তরা।

610


জয়ার শেয়ার করা ছবি ভাইরাল হতে কোনও সময়ই লাগেনি। ছবি পোস্ট করতেই লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এক অনুরাগী কমেন্টে বলেছেন, আপনি এখনও কীভাবে এত আকর্ষণীয় বলুন তো। চোখ ফেরাতে পারি না আপনার থেকে। অন্যজন লিখেছেন খুব সুন্দর। 

710

তবে প্রশংসার পাশাপাশি ট্রোলড হন জয়া। যদি সমালোচনাকে মোটেই পাত্তা দিতে চান না। ট্রোলড হওয়াটাকে জীবনের অংশ বলে মেনে নিয়েছেন জয়া। জয়া আহসানকে নিয়ে সর্বদাই যেন চর্চা লেগেই রয়েছে। অভিনেত্রীর সেক্সি চাবুক ফিগার থেকে চোখ সরাতে পারছেন না ভক্তরা। ভক্তদের ধরে রাখতে জুড়ি মেলা ভার জয়ার। 
 

810

এপার বাংলাতে এসেও বাজিমাত করেছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছে জয়া।  বয়স প্রায়  ৫০-এর কোটায় পৌঁছালেও তাকে দেখে বোঝার সাধ্য নেই। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হট লুকে ভিডিও পোস্ট করেছেন জয়া।  কিলার লুকে কাঁপছে দুই বাংলার ফ্যানেরা।
 

910

অভিনেত্রীর ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ।  উন্মুক্ত চাবুক শরীর, খোলামেলা পোশাকে জয়ার হট অবতারে মুগ্ধ দুই বাংলার অনুরাগীরা। তবে সমালোচনায় কান না নিয়ে তিনি নিজের কাজ করেই চলেছেন। কোকোকোলার বিজ্ঞাপনে প্রথম দেখা মিলেছিল জয়া। তারপরেই সকলের মন জয় করে নিয়েছিলেন জয়া। মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন জয়া। নব্বইয়ের দশকের শেষদিকে টেলি সিরিয়ালে আসেন তিনি। তারপর সাফল্যের সিড়ি বেয়ে ক্রমশ উপরের দিকে উঠতে থাকেন। সিনেমাতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান জয়া।  

1010

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ব্যাচেলর সিনেমা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এবং গেরিলা চলচ্চিত্রের জন্যই তিনি জাতীয় পুরস্কারও পান। টলিউড পরিচালক অরিন্দম শীলের হাত ধরে এপার বাংলায় নিজের অভিনয়ে ডালি সাজিয়ে বসেন জয়া। আবর্ত সিনেমা দিয়েই টলিপাড়ায় পা রাখেন ওপার বাংলার অভিনেত্রী। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র , তা যেন চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন জয়া আহসান। রূপে-গুণে, গ্ল্যামারে দুই দেশেই সমান ভাবেই জনপ্রিয়তা ধরে রেখেছেন জয়া।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos