লো নেক ক্রপটপে উঁকি মারছে বাঁধভাঙা যৌবন, মনামীর গাঢ় লাল ঠোঁটের নেশায় পাগল অনুরাগীরা

ফ্যাশন স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী মনামী ঘোষ। মনামী ঘোষকে নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া।

Web Desk - ANB | Published : Feb 15, 2023 12:06 PM
110

টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষ ফের আগুন জ্বালালেন নেটদুনিয়ায়।

210

 কখনও কোমরের কার্ভস তো কখন উন্মুক্ত বক্ষ-বিভাজিকা মনামী ম্যাজিকে সরগরম পেজ থ্রি-র পাতা। মারকাটারি চাবুক  ফিগারে ফ্যাশন বোদ্ধাদের নজরে থাকেন অভিনেত্রী।

310

সোশ্যাল  মিডিয়ায় ভক্তদের ধরে রাখতে ফ্যাশন গোল দিয়েই চলেছেন মনামী ঘোষ। এমনকী সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজের মতো  করে ফ্যাশন স্টেটমেন্টে নজির গড়ে তুলছেন টলিপাড়ার বার্বিগার্ল।

410

ফ্যাশন স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী মনামী ঘোষ। মনামী ঘোষকে  নিয়ে সর্বদাই সরগরম টলিপাড়া।

510

সেক্সি ফিগারের সঙ্গে যে কোনওভাবেই আপোস নয়, তা বেশ ভাল টের পাওয়া যাচ্ছে মনামীকে দেখে। টোনড- ফিগারে চোখের চাহনিতে ভক্তদের পাগল করে দিয়েছেন মনামী। 

610

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মনামী ঘোষ। যা দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। এত প্রাণবন্ত, প্রাণখোলা মনের মানুষ যার হাসিতেই নতুন করে প্রেমে পড়বেন আপনিও।

710

ক্রপ টপে সেক্সি কোমরের কার্ভসে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন  নায়িকা। ছিমছাম পোশাকেই সকলকে মুগ্ধ করেছেন টলি নায়িকা। খোলা চুলে নায়িকার অ্যাটিটিউডে পাগল ভক্তরা।

810

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে অ্যাটিটিউডেই পাগল হবেন আপনিও। কমেন্টে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা। অভিনেত্রীর সেক্সি আদায় পাগল হয়েছেন সমস্ত অনুরাগীরা। লাইক ও কমেন্টের সংখ্যাও হু হু করে বাড়ছে।  অভিনেত্রীর সেক্সি আদায় ঘুম উড়েছে সাইবারবাসীর। 

910

সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে দেখা যাবে মনামী ঘোষকে। মৃণাল জায়া গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। দিনকয়েক আগেই মনামীর ছবি প্রকাশ্যে এসেছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের। 

1010

মনামীকে প্রথম দেখাতেই গীতা দেবীর কথা মনে পড়েছে সকলেরই। সূত্র থেকে  জানা গেছে মনামীর মুখের সঙ্গে গীতাদেবীর মিল থাকতেই এই চরিত্রটি তাকে দেওয়া হয়েছে। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে প্রথমবার দেখা যাবে মনামীকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos