'একটা বয়সের পর বিপরীত লিঙ্গের একজন সঙ্গী লাগে'- দিলখুশ নিয়ে অকপট আড্ডায় খরাজ ও অপরাজিতা

দিলখুশ হল এমন এক ছবি যেখানে চার বয়সের জুগলের কাহিনি দৃশ্যায়িত হয়েছে। মধ্য বয়সী দুই নর-নারীর একে অপরের প্রতি নির্ভরতা-ভালোবাসা কিন্তু সেই প্রেম-ভালোবাসাকে স্বীকৃতি দিতে চায় না সমাজ , অপরাজিতা ও খরাজের অভিনয়ে সেটাই বলছে দিলখুশ ।

দিলখুশ নিয়ে আশাবাদী অভিনেত্রী অপরাজিত আঢ্য ও অভিনেতা খরাজ মুখোপাধ্যয় । এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ও খরাজ । মধ্য বয়সী দুই নর-নারীর একে অপরের প্রতি নির্ভরতা-ভালোবাসা, কিন্তু সেই প্রেম-ভালোবাসাকে স্বীকৃতি দিতে চায় না সমাজ । এমন প্রেমের পরিণতি কোন জায়গায় গিয়ে দাড় করাল সম্পর্কে । অপরাজিতা ও খরাজের অভিনয়ে সেটাই বলছে দিলখুশ ।

ট্রেলার লঞ্চ থেকে যা জানা যাচ্ছে যে  ৪ জুগল। এদের কেউ বিশাল অট্টালিকার বাসিন্দা। কেউ আবার কোনওভাবে দিন-আনা দিন খাওয়ার মতো পরিস্থিতি। কেউ সদ্য কৈশোরে পা রেখে ভালোবাসার দোটানায় নিজে হতবুদ্ধি। কেউ আবার সদ্য কৈশরপ্রাপ্তির সুখাভিলাসে প্রেমে আবেশে জড়িয়ে। কেউ সমাজের কেটে দেওয়া গণ্ডি পার করে নিজেকে সঁপে দিতে চাইছেন প্রেমের আবেশে। আবার কেউ ষাট পেরিয়ে প্রৌঢ়ত্বের আড়ম্বরেও ডেটিং অ্যাপে খুঁজে পাচ্ছেন নতুন নির্ভরতা। এই সব ভালোবাসার পূর্ণতা কোথায়! ভালোবাসার বাহুডোর যখন দৃঢ় হয়ে ওঠে তখন সম্পর্কের ভিতগুলো কেমন করে নড়ে ওঠে- সেই কাহিনি মেলে ধরেছে দিলখুশ। 

08:21Khadaan : ২০ কোটি পেরোতেই দুবাইয়ে প্রিমিয়ার খাদানের, দেখুন কী বলছেন দেব-যীশুরা07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা