২৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ শ্বেতকালী | পুরানো দিনের জমিদারের চরিত্রে অভিনয় করছে ঋষি কৌশিক, এই কাহিনি দর্শকদের মন জয় করবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি ।
২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ শ্বেতকালী| এক অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি| পরিচালনা করেছেন সানি ঘোষ রায়| জি ৫-এর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শ্বেতকালী| মুখ্যচরিত্রে রয়েছেন অভিনেতা ঋষি কৌশিক| পুরানো দিনের জমিদারের চরিত্রে অভিনয় করছেন তিনি| আত্মা ও প্যারানরমালে বিশ্বাসী ঋষি কৌশিক | একান্ত সাক্ষাৎকারে ভাগ করে নিলেন সেই কথা |