২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ শ্বেতকালী | আধা ভৌতিক এই কাহিনিতে গুরুত্বপূর্ণ চরিত্রে সৌরভ | চরিত্রের কথা পুরো খোলসা করতে নারাজ সৌরভ |
২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শ্বেতকালী, এক অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি | মুখ্যচরিত্রে রয়েছেন সৌরভ চক্রবর্তী | জি ৫-এর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শ্বেতকালী | আধা ভৌতিক এই কাহিনিতে গুরুত্বপূর্ণ চরিত্রে সৌরভ | চরিত্রের কথা পুরো খোলসা করতে নারাজ সৌরভ | তাঁর চরিত্রেই আটকে রয়েছে শ্বেতকালীর প্রাণভোমরা |