২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ শ্বেতকালী। আধা ভৌতিক রহস্যের এই কাহিনি দর্শকদের মন জয় করবে বলেই আশা প্রকাশ করেছেন অভিনেত্রী দেবলিনা কুমার।
২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ শ্বেতকালী | এক অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি | পরিচালনা করেছেন সানি ঘোষ রায় | একটি মুখ্যচরিত্রে রয়েছেন দেবলিনা কুমার | জি ৫-এর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শ্বেতকালী | একান্ত সাক্ষাৎকারে ভাগ করে নিলেন ভৌতিক অভিজ্ঞতার কথা |