২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব সিরিজ শ্বেতকালী। আধা ভৌতিক রহস্যের এই কাহিনি দর্শকদের মন জয় করবে বলেই আশা প্রকাশ করেছেন পরিচালক সানি ঘোষ রায়। মুখ্যচরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা সেন।
শ্বেতকালীর মুখ্যচরিত্রে ঐন্দ্রিলা সেন, মুক্তি পাচ্ছে জি ৫ ওটিটি-তে | ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শ্বেতকালী | এক অন্ধবিশ্বাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি, আধা ভৌতিক এই থ্রিলার জনপ্রিয় হবে, বলছেন ঐন্দ্রিলা| শ্বেতকালীর পরিচালক সানি ঘোষ রায় | শ্বেতকালীর শ্যুটিং হয়েছে শ্রীরামপুর রাজ বাড়িতে| কিছুটা অংশ শ্যুটিং হয়েছে বোলপুর লোকেশনে| একের পর এক খুন হতে থাকে ঐন্দ্রিলার হবু শ্বশুরবাড়িতে| ঐন্দ্রিলার হাত ধরেই শেষমেশ মিমাংসা হয় হত্যা রহস্যের| ভুতে প্রবল ভয় পান ঐন্দ্রিলা, সাক্ষাৎকারে বললেন অভিনেত্রী |