বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পান্তুয়া, ছবির নেপথ্যে রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও নবাগতা আরাত্রিকা বন্দ্যোপাধ্যায় । ছবিটি পরিচালনা করছে পরিচালক রাজা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে এলো ছবির ট্রেলার ও গান ।
বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পান্তুয়া, ছবির নেপথ্যে রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও নবাগতা আরাত্রিকা বন্দ্যোপাধ্যায় । ছবিটি পরিচালনা করছে পরিচালক রাজা বন্দ্যোপাধ্যায়, প্রকাশ্যে এলো ছবির ট্রেলার ও গান। সন্তানহারা এক প্রবীণ দম্পতির জীবনের ওঠাপড়াকে কেন্দ্র করে ছবির গল্প | ছোট্ট প্রাণবন্ত একটি মেয়ে পান্তুয়ার মধ্যে আশ্রয় খুঁজে পান এই দম্পতি | মুখ্য ভূমিকায় রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, সোমা ব্যানার্জি | গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, ইন্দ্রানী সেন, নচিকেতা, পটা, অঙ্কিতা, খরাজ মুখার্জি ও এম তীর্থ |