ক্রাইম ধর্মী থ্রিলার রহস্যময় ছবির পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্যের জাল, বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এটি । ছবি নিয়ে বিস্তারিত জানালেন পরিচালক জুটি এবং অভিনেতা আর্য
ক্রাইম ধর্মী থ্রিলার রহস্যময় ছবির পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্যের জাল | বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এটি | পরিচালনা করেছেন সৌম্য ঘোষ এবং সুপ্রিয় ভট্টাচার্য | পুলিশ ইন্সপেক্টর এর ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে | আইটি কর্মী হিসাবে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে | অন্যান্য চরিত্রে সায়নী ঘোষ অনিন্দ্য চ্যাটার্জী আর্য শ্রীবাস্তব ও দেবরাজ মুখার্জিকে | এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি পরিচালক জুটি এবং অভিনেতা আর্য | এই ছবি নিয়ে আরও অজানা কথা ভাগ করে নিলেন তারা