বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে তার অভিনীত সিরিজ শিকারপুর, তারপর তার পরিচালনায় আসছে কাবেরী অন্তর্ধান। নতুন বছর নিয়ে বেশ আশাবাদী কৌশিক গাঙ্গুলী। শিকারপুরে দীনদয়ালের চরিত্রে দেখা যাবে তাকে। প্রথমবার পর্দা ভাগ করে নেবেন অঙ্কুশের সাথে।
বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে তার অভিনীত সিরিজ শিকারপুর, তারপর তার পরিচালনায় আসছে কাবেরী অন্তর্ধান। নতুন বছর নিয়ে বেশ আশাবাদী কৌশিক গাঙ্গুলী। শিকারপুরে দীনদয়ালের চরিত্রে দেখা যাবে তাকে। প্রথমবার পর্দা ভাগ করে নেবেন অঙ্কুশের সাথে। "নতুন প্রজন্মের শিল্পীদের সাথে কাজ করতে ভালো লাগে", জানালেন কৌশিক গাঙ্গুল।