বছরের শুরুটা হতে চলেছে রহস্যময়। নেপথ্যে পরিচালক নির্ঝর মিত্র। তার বেড়ে ওঠা মফস্বলে, সেখানকার টুকরো টুকরো স্মৃতি আবেগ অনুভূতি দিয়ে বুনেছেন তার ওয়েব সিরিজের গল্প। সিরিজের নাম শিকারপুর। থাকছে একের পর এক চমক।
বছরের শুরুটা হতে চলেছে রহস্যময়। নেপথ্যে পরিচালক নির্ঝর মিত্র। তার বেড়ে ওঠা মফস্বলে, সেখানকার টুকরো টুকরো স্মৃতি আবেগ অনুভূতি দিয়ে বুনেছেন তার ওয়েব সিরিজের গল্প। সিরিজের নাম শিকারপুর। থাকছে একের পর এক চমক। প্রথমবার পর্দায় অঙ্কুশ সন্দীপ্তার জুটি, কাঁধে কৌশিক গাঙ্গুলীর ভরসার হাত, সিরিজ নিয়ে আলোচনায় পরিচালক নির্ঝর মিত্র।