লো নেক গাউনে স্পষ্ট হট ক্লিভেজ, সিজলিং হট লুকে রেড কার্পেট কাঁপালেন 'বম্বশেল' ঋতাভরী

শীতের পারদ কমতেই শরীরী উষ্ণতায় পারদ চড়ালেন ঋতাভরী চক্রবর্তী। বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী যেন সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন। লো নেক গাউনে বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে ভক্তদের পাগল করলেন ঋতাভরী।

 

Web Desk - ANB | Published : Nov 19, 2022 5:35 AM IST / Updated: Nov 19 2022, 12:38 PM IST
110

সকাল সকাল শরীরী উষ্ণতায় পারদ চড়ালেন ঋতাভরী চক্রবর্তী। বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী যেন সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন। 
 

210

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুপারহট অবতারে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ঋতাভরী। যা দেখা মাত্রই কালঘাম ছুটেছে ভক্তদের। হটনেসে বলে বলে গোল দিচ্ছেন ঋতাভরী। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

310


বঙ্গতনয়া ঋতাভরীকে দেখে সকলেরই যেন নিমেষে রাতের ঘুম উড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভক্তদের পাগল করে দিচ্ছেন ঋতাভরী। অভিনেত্রীর রূপে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। কাজল কালো চোখের চাহনিতে পুড়ে ছাই নেটিজেনরা।

410

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় স্নো হোয়াইট গ্লিটারি গাউনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির ক্যাপশনে লেখা, স্নো হোয়াইট আর তার সাত সত্ত্বা। কিছু স্পার্কল আর পালক আমাকে দিয়েছে এলি বিউটি অ্যাওয়ার্ডস। আপনাদের কেমন লাগল এই লুক? এমন সুন্দর রূপ আবার কারোর পছন্দ না হয়। ছবিতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

510

সম্প্রতি এক ইভেন্টেই হাজির হয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। ব্লু শিমারি গাউনে অভিনেত্রীকে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। সেখান থেকেই ছবি শেয়ার করেছেন নায়িকা। ছিমছাম সাজেই সকলের অ্যাটেনশন কেড়ে নিয়েছেন ঋতাভরী।
 

610

একেবারে অন্য লুকে ভক্তদের সামনে নজর কেড়েছেন নায়িকা। কানে বড় দুল ও আংটি পরেছেন নায়িকা। গলায় কোনও গয়না নেই। ব্লাশার এবং লিপস্টিকেই পুরো হাইলাইট করছেন ঋতাভরী। খোলা চুলে, বক্ষের খাঁজেই আগুনে কন্যা টলি নায়িকা।

710


এলি বিউটি অ্যাওয়ার্ডস-এর রেড কার্পেটে ঝড় তুলেছেন ঋতাভরী। তবে এই প্রথমবার নয় এর আগে একাধিক ছবি শেয়ার করেছিলেন নায়িকা। এখন আর টলিউডে থেমে নেই নায়িকা বরং টলিউডের পাশাপাশি বলিউডেও কাজ করছেন ঋতাভরী। কিছুদিন আগেই রণবীর কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল নায়িকাকে। এবার করণ কুন্দ্রার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
 

810

টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিতি  রয়েছে ঋতাভরী চক্রবর্তীর। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। শরীরী উষ্ণতায় পারদ চড়াতে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। 

910

বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী যেন সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন।   অভিনেত্রীর সেক্সি ফিগারে বোল্ড আউট হয়েছেন ভক্তরা । বোল্ডনেসে তিনি সর্বদাই পাগল করে দেন ভক্তদের। ছবি থেকে ভিডিও সবেতেই হট মুভসে পাগল করে দেন ভক্তদের।

1010

 ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে উষ্ণতার পারদ সর্বদাই তুঙ্গে।   এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ঋতাভরীর কাছে।গত বছর অসুস্থ থাকার জন্য সেভাবে কাজ করতে পারেননি। এবার একসঙ্গে বেশ কয়েকটি কাজ করছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি   'ফাটাফাটি'-তে কাজ করতে চলেছেন ঋতাভরী। যেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে। ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে দেখা যাবে তাকে।  
 

Share this Photo Gallery
click me!

Latest Videos