ফের বড়পর্দায় মুখোমুখি যশ-ঋতুপর্ণা। দেবরাজ সিংহের পরিচালনায় নতুন ছবি শিকার। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নুসরত। গ্রামবাংলার সামাজিক থ্রিলার ছবি শিকার।
ফের বড়পর্দায় মুখোমুখি যশ-ঋতুপর্ণা। দেবরাজ সিংহের পরিচালনায় নতুন ছবি শিকার। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নুসরত। গ্রামবাংলার সামাজিক থ্রিলার ছবি শিকার। মুকেশ পাণ্ডের 'পাণ্ডে মোশন পিকচার্স' প্রযোজিত ছবি শিকার। ছবির প্রেক্ষাপট দেখানো হয়েছে শান্তিপুর নামের একটি অঞ্চলকে। এই ছবির প্রধান চরিত্র দেব, অভিনয়ে যশ। ছবিতে অগ্নির চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নুসরত জাহানকে। তাঁর চরিত্রের নাম জিনিয়া। মার্চ থেকে শ্যুটিং শুরু 'শিকার'-এর।