আগুনপাখির মতো ডানা মেললেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী । ছবির ক্যাপশনে ভক্তদের পাগল করে দিয়েছেন তিনি। যেখানে লেখা রয়েছে- সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়,রাজশ্রী হলদিয়ার পথে।
আগুনপাখির মতো ডানা মেললেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে স্বমহিমায় ধরা দিলেন নচিকেতা। একবারে নিজের মতো করে চেনা মেজাজে ধরা দিলেন শিল্পী। কোনও ছবিতে দেখা যাচ্ছে সিগারেটে সুখটান দিয়েছেন, তো কখনও আবার ফোনে কথা বলছেন। কোথাও গান গাইছেন আবার ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিলেন। দীর্ঘদিন বাদে এমন খোশমেজাজে শিল্পীকে দেখে সকল ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে ছবির ক্যাপশনে ভক্তদের পাগল করে দিয়েছেন তিনি। যেখানে লেখা রয়েছে- সব ঝুট হ্যায়, ঝুট হ্যায়,রাজশ্রী হলদিয়ার পথে। ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে, তিনি এবার হলদিয়ার পথে রওনা দিয়েছেন। সেখানে লাইভ পারফরম্যান্স করলেন সঙ্গীতশিল্পী। তার এই পোস্টে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ।