মুম্বাই বিমানবন্দরে প্রিয়াঙ্কা চোপড়া। তিন বছর পর তিনি ভারতে ফিরলেন। ছবির প্রোমোশনে ক্যাটরিনা কাইফ। নানা ভঙ্গিমায় ধরা দিলেন 'ক্যাট'। আবার শিরোনামে মল্লিকা শেরাওয়াত।
মুম্বাই বিমানবন্দরে প্রিয়াঙ্কা চোপড়া। তিন বছর পর তিনি ভারতে ফিরলেন। ছবির প্রোমোশনে ক্যাটরিনা কাইফ। নানা ভঙ্গিমায় ধরা দিলেন 'ক্যাট'। আবার শিরোনামে মল্লিকা শেরাওয়াত। লাল টপ লুকে নিজেকে ধরা দিলেন। হ্যালোইন পার্টিতে জারা খান। হট লুকে নিজেকে ধরা দিলেন। হ্যালোইন পার্টিতে ভিন্ন লুকে তারকারা। মুম্বাই বিমানবন্দরে জাহ্নবী কাপুর। মুম্বাই বিমানবন্দরে অক্ষয় কুমার। অঙ্কিতা লোখান্ডের বাড়িতে চাঁদের হাট। অঙ্কিতার হ্যালোইন পার্টিতে তারকার ভিড়। নানা সাজে জমে উঠল হ্যালোইন পার্টি। অঙ্কিতার হ্যালোইন পার্টিতে আলি গোনি ও জেসমিন বাসিন।