উরফি জাভেদ নামটা শুনলেই মনে আসে উদ্ভট সাজ পোশাকের কথা । এবার ও ফুলের পোশাকে তাক লাগালেন ভক্তদের । তাঁর এই নতুন পোশাক দেখে মন্তব্য করার ভাষা হারিয়েছেন সকলে।
উরফি জাভেদ নামটা শুনলেই মনে আসে উদ্ভট সাজ পোশাকের কথা । এবার ও ফুলের পোশাকে তাক লাগালেন ভক্তদের । তাঁর এই নতুন পোশাক দেখে মন্তব্য করার ভাষা হারিয়েছেন সকলে | ফুল দিয়ে তৈরি করলেন পোশাক। চুলের সাজ থেকে স্কার্ট সবই ছিল ফুলের তৈরি। তাঁর উর্ধ্বাঙ্গ ছিল অনাবৃত। অবাক হলেও এমন সাজেই দেখা গিয়েছে উরফিকে।