কাল লুসেইল স্টেডিয়াম সাক্ষী থাকলো এক রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনালের, স্বপ্নপূরণ করলেন লিওনেল মেসি । আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বকাপ জয় উদযাপন করলেন শাহরুখ খান, রনবীর সিং থেকে মৌনি রায় ।
লিওনেল মেসির স্বপ্নপূরণ ।কাল লুসেইল স্টেডিয়াম সাক্ষী থাকলো এক রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনালের। আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের বন্যা। বলিউড তারকারাও ঝড় তুললেন অভিনন্দন বার্তার। শাহরুখ খান, রনবীর সিং থেকে মৌনি রায় দেখুন কিভাবে তারা উদযাপন করলেন মেসির জয়।