মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তারকার হাট, দেশের নানা প্রান্ত থেকে তারকারা হাজির হয়েছেন অনন্ত-রাধিকার বিয়েতে। তার মাঝেই দেখা মিলল মিউজিক সেনসেশন অরিজিৎ সিংয়ের, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও।
জামনগরে এখন ধুমধাম, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তারকার হাট। দেশের নানা প্রান্ত থেকে তারকারা হাজির হয়েছেন অনন্ত-রাধিকার বিয়েতে, তার মাঝেই দেখা মিলল মিউজিক সেনসেশন অরিজিৎ সিংয়ের। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও, ভক্তদের ভিড় ঠেলে তাঁরা কোনও রকমে গাড়িতে উঠে পড়েন, তবে তার আগে ভক্তদের সামনে মাথা ঝুঁকিয়ে নমস্কার করেন অরিজিৎ।