সীমা বিশ্বাস এই মুহূর্তে জাতীয় স্তরে এমন এটক অভিনেত্রী যার অভিনয় দক্ষতা গত আড়াই দশক ধরে সকলের প্রশংসা কুড়িয়েছে। এখন একাধিক ওয়েব সিরিজেও তাঁকে দেখা যাচ্ছে। কলকাতায় একান্ত আড্ডায় অকপট অভিনেত্রী।
এই শহর জানে হৃদয়ের টান। এই শহর বোঝে শিল্পের কদর। এমনভাবে কলকাতার প্রতি তাঁর ভালোবাসা-কে ব্যক্ত করলেন সীমা বিশ্বাস। অন্য শহরের মতো কলকাতাতেও আধুনিকতার ছোয়া লেগেছে। কিন্তু, আজও সেই মানুষগুলোকে এখানে পাওয়া যায় যারা বোঝে হৃদয়ের টানটা কি। আজও মানুষ ফুটপাতে চা-এর কাপে চুমুক দিতে দিতেই তর্ক-বিতর্কে মেতে ওঠে। এইভাবেই কলকাতার প্রতি ভালোবাসাকে ব্যক্ত করলেন সীমা বিশ্বাস।