এবার 'বার্বি'ঢেউয়ে গা ভাসালেন বলিউড ভাইজান । গোলাপি প্যান্ট পরে হাজির হলেন ভাই আরবাজ খানের জন্মদিনের অনুষ্ঠানে ।
এবার 'বার্বি'ঢেউয়ে গা ভাসালেন বলিউড ভাইজান । গোলাপি প্যান্ট পরে হাজির হলেন ভাই আরবাজ খানের জন্মদিনের অনুষ্ঠানে । আরবাজের বাড়িতেই আয়োজিত হয়েছিল তাঁর ৫৬'তম জন্মদিনের পার্টি । সেখানে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন সলমন । সেখানে গোলাপি প্যান্ট পরে হাজির হয়েছিলেন সলমন খান । যা দেখে নেটিবাসী বলছে সলমন খানও এবার বার্বি ঝড়ের শিকার।