১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে-র দিন জামিন হয়নি আদিল দুরানির । আন্ধেরি আদালতের বাইরে আইনজীবীর সাথে দেখা যায় রাখি সাওয়ান্তকে, স্বামীর জামিন আটকে দিতে পেরে খুশিতে ডগমগ তিনি ।
১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে-র দিন জামিন হয়নি আদিল দুরানির । আন্ধেরি আদালতের বাইরে আইনজীবীর সাথে দেখা যায় রাখি সাওয়ান্তকে, স্বামীর জামিন আটকে দিতে পেরে খুশিতে ডগমগ তিনি । প্রসঙ্গত স্বামী আদিল দুরানির বিরুদ্ধে পরকীয়া, মারধর, চুরি সহ একাধিক বিষয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাখি সাওয়ান্ত । অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই আদিলকে গ্রেফতার করে পুলিশ।