মেয়ে লিয়ানার ১ বছরের জন্মদিন পালন গুরমিত ও দেবিনার, কলকাতা শহরেই এই জন্মদিন পালন করলেন তারা। দেবিনা ও গুরমিত-এর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ।
পায়ে পায়ে ১ বছর। ছোট্ট লিয়ানার জন্মদিন তো তাহলে পরিবারের সকলের সঙ্গেই ভাগ করে নিতে হয়! আর সেই জন্য-ই ছোট্ট লিয়ানা এবং ছয় মাসের বোন দিবিসাকে নিয়ে মা দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং বাবা গুরমিত চৌধুরী হাজির কলকাতায়। আর সেই জন্মদিনের জমকালো সেলিব্রেশন হল স্বভূমির রাজকুঠির ব্যাঙ্কোয়েটে। ছোট্ট লিয়ানা ছিল এক্কেবারে গোলাপী রঙের গাউনে। বোন দিবিসাও একই রকম পোশাকে। এমনকী লিয়ানারমা দেবিনা বন্দ্যোপাধ্যায়ের পরণেও ছিল মেয়েদের সঙ্গে ম্যাচিং করা রঙের পোশাক। দেবিনা ও গুরমিত জানান, বহুদিন থেকেই ইচ্ছে ছিল যে লিয়ানার প্রথম জন্মদিন কলকাতায় পালনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল ভেবে ভালো লাগছে। লিয়ানার জন্মদিনে যোগ দিতে ভাগলপুর থেকে গুরমিত-এর পরিবারের সদস্যরাও এসেছিলেন যোগ দিতে। এছাড়াও ছিল দেবিনা-র পরিবারের সদস্যরা। দেবিনারা কলকাতার বসবাসের পাট তুলে মুম্বই চলে গেলেও এই শহরে থেকে গিয়েছে তাঁদের শিকড়। রয়েছে দেবিনার পরিবারের সব আত্মীয়-স্বজন। তাই কলকাতার টানে বারবারই এই শহরে ছুটে আসেন দেবিনারা। লিয়ানাকেও নিজেদের শিকঢ়টাকে চেনাতে চেয়েছিলেন দেবিনা-গুরমিত। এক বছরের মধ্যে দেবিনা ও গুরমিতের সংসারে এসেছে দুই কন্যা সন্তান। তাঁদের নিয়ে প্রবলই উচ্ছ্বসিত দুজনে। দুই মেয়ের জন্য তাঁদের জগতের চাহিদা-আশা-আকাঙ্খাতেও পরিবর্তন এসেছে তা মানছেন গুরমিত ও দেবিনা। এটা জীবনের একটা ফেজ বলেই মনে করছেন দেবিনা। মেয়েদের এই বড় করে তোলার সময়টা প্রচণ্ডরকম অনুভব করছেন এই অভিনেতা-অভিনেত্রী দম্পতি। আর এই অনুভতির গভীরতা কতটা তা ধরাও পড়েছে লিয়ানার জন্মদিনের এই ভিডিওগুলিতে।