ব্যাডাস রবি কুমার, নব রূপে ১০ খতরনাক ভিলেনের বিপরীতে একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন হিমেশ রেশমিয়া। হিমেশ রেশমিয়া নতুন বড় পর্দার অ্যাকশন মিউজিক্যাল 'ব্যাডাস রবি কুমার' শিরোনামে উঠে এসেছেন আরও একবার।
ছবির চিত্রনাট্যে রয়েছে হিমেশ রেশমিয়া অভিনীত একজন কিংবদন্তি মানুষের গল্প এবং তাঁর নিছক কিছু পাগলামি, ২০২৩ সালে বড় পর্দায় হিট করতে সিনেমাটি দারুণভাবে প্রস্তুত এবং গায়ক সুরকার-অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি চমকপ্রদ শিরোনাম টিজার দিয়ে নিজের ধামাকাদার অ্যাকশন মুভির ঘোষণা করেছেন।