সালাম ভেঙ্কির প্রচারে কলকাতায় পা রাখলেন কাজল । কাজলের সঙ্গে দেখা গেল অভিনেতা বিশাল জেঠাওয়া ও পরিচালক রেবতী মেননকে ।
সালাম ভেঙ্কির প্রচারে কলকাতায় পা রাখলেন কাজল । কাজলের সঙ্গে দেখা গেল অভিনেতা বিশাল জেঠাওয়া ও পরিচালক রেবতী মেননকে । ৯ই ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে সালাম ভেঙ্কি | শ্রীকান্ত মূর্তির উপন্যাস দ্য লাস্ট হুড়ে থেকে অনুপ্রাণিত সালাম ভেঙ্কি | ছবিতে ভেঙ্কির চরিত্রে দেখা যাবে বিশাল জেঠুয়াকে আর তার মা সুজাতার চরিত্রে ধরা দেবেন কাজল | বিরল রোগে আক্রান্ত ভেঙ্কি, আয়ু অতি স্বল্প | মা কিভাবে তার জীবন যুদ্ধে পাশে এসে দাঁড়ান তারই গল্প বলবে এই ছবি | কালো শাড়ি কপালে ছোট লাল টিপ আর খোলা চুলে প্রাণোচ্ছল মেজাজে শহরে ধরা দিলেন কাজল | অভিনেত্রী জানান প্রথমে এই ছবিতে কাজ করতে রাজি হননি তিনি | দুই সন্তানের মা হয়ে পর্দার সন্তান কে কষ্ট পেতে দেখতে পারবেন না তিনি | কিন্তু এই চিত্রনাট্য তার মন ছুঁয়ে যায়|