কেএল রাহুল আর আথিয়া শেট্টির শুভপরিণয় সম্পন্ন হল | শ্বশুরমশাই নয়-রাহুল আমার ছেলের মতো, সাংবাদিকদের বললেন সুনীল শেট্টি ।
সাত পাকে বাঁধা পড়লেন কেএল রাহুল ও আথিয়া শেট্টি | বিয়ের পর পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন রাহুল ও আথিয়া । শ্বশুরমশাই নয়-রাহুল আমার ছেলের মতো, ওদের বাবা হয়েই থাকতে চাই | বাড়িতে আরেকটা ছেলে এসেছে আমার জানান সুনীল শেট্টি | এরপর হাসি মুখে সাংবাদিকদের মিষ্টি বিলোলেন সুনীল শেট্টি ও আহান শেট্টি । KL Rahul and Athiya Shetty tie the knot