রাস্তার স্টলে চাউমিন টস করতে দেখে রান্না করার ইচ্ছে জেগেছিল, সেখান থেকে সোজা মাস্টারশেফ ইন্ডিয়ার মঞ্চ। মাস্টারশেফ ইন্ডিয়ায় তিনি কুকিং ইঞ্জিনিয়র নামে পরিচিত, তিনি শুভজিৎ সেন।
রাস্তার স্টলে চাউমিন টস করতে দেখে রান্না করার ইচ্ছে জেগেছিল, সেখান থেকে সোজা মাস্টারশেফ ইন্ডিয়ার মঞ্চ। মাস্টারশেফ ইন্ডিয়ায় তিনি কুকিং ইঞ্জিনিয়র নামে পরিচিত, তিনি শুভজিৎ সেন। থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতোকত্তর ডিগ্রি পকেটে করে তিনি পাড়ি দিয়েছে রান্নাকে ভালবেসে। মাস্টার শেফ ইন্ডিয়ার একমাত্র বাঙালি প্রতিযোগী শুভজিৎ। রান্না পিছনে রয়েছে নানা বৈজ্ঞানিক কার্যকারণ, তা খুঁজে বের করতে ভালবাসেন এই তরুণ শেফ।