২১ বছর পর আবার ভারতীয়র মাথায় মিসেস ওয়ার্ল্ডের মুকুট । জম্মুর বত্রিশ বছর বয়সী সরগম কৌশল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড ২০২২ এর খেতাব জিতেছেন।
২১ বছর পর আবার ভারতীয়র মাথায় মিসেস ওয়ার্ল্ডের মুকুট । জম্মুর বত্রিশ বছর বয়সী সরগম কৌশল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড ২০২২ এর খেতাব জিতেছেন। আজ তিনি মুম্বই বিমানবন্দরে পৌছতেই দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা | সরগম কৌশল ৬৩ টি দেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দেশের হয়ে শিরোপা জিতেছেন |