হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে কিছুদিন আগে ইসরায়েলে গিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ভারুচা । সেখানে সন্ত্রাসী হামলার কবলে পড়েন এই অভিনেত্রী।
ভারতে ফিরেছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা । হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে কিছুদিন আগে ইসরায়েলে গিয়েছিলেন এই অভিনেত্রী, সেখানে সন্ত্রাসী হামলার কবলে পড়েন নুসরাত । বর্তমানে ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে দ্বন্দ্ব চলছে, হামাস বিভিন্ন স্থান থেকে বেশ কিছু রকেট নিক্ষেপ করেছে, এসবের মাঝেই বিপাকে পড়েন ভারতীয় অভিনেত্রী । রবিবার মুম্বইয়ে ফিরেছেন নুসরাত, তিনি সুরক্ষিত ও নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে তার টিম ।