জিকিউ মেন অফ দ্য ইয়ার-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিনোদন জগতের তারকারা । তবে সবচেয়ে নজর কেড়েছে রণবীর সিং ও দীপিকা পাডুকোন জুটি ।
জিকিউ মেন অফ দ্য ইয়ার-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিনোদন জগতের তারকারা । তবে সবচেয়ে নজর কেড়েছে রণবীর সিং ও দীপিকা পাডুকোন জুটি । এছাড়াও নজর কেড়েছে রাকুল প্রীত সিং, জ্যাকি ভাগনানি জুটি । উপস্থিত ছিলেন ব্রহ্মাস্ত্রের পরিচালক আয়ান মুখোপাধ্যায়ও । এছাড়াও উপস্থিত ছিলেন টেলিভিশন জগতের অসংখ্য তারকারা । বোটে-র কর্নধার আমান গুপ্তাও এই ইভেন্টে উপস্থিত ছিলেন ।