সারা আলি খানের ফ্যাশন সেন্স প্রশংসনীয়। সব ধরনের পোশাকেই মানিয়ে নিতে পারেন সারা। এবার তিনি শাড়িতে চমক দিলেন।
বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের অন্যতম সারা আলি খানের ফ্যাশন সেন্স প্রশংসনীয়। সব ধরনের পোশাকেই মানিয়ে নিতে পারেন সারা। এবার তিনি শাড়িতে চমক দিলেন। শাড়ির সঙ্গে ছিল মানানসই টিপ। তাঁর এই রূপ দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।