আজ যা অনুভূতি। আগামীতে সেটাই স্মৃতি। কেদারনাথ দর্শনে গিয়ে এমন কথাই লিখলেন অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি ইনস্টাগ্রামে কেদারনাথ ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছন সারা। আর সেই সব ছবির হাত ধরেই তিনি তুলে ধরেছেন তাঁর নানা স্মৃতিকথা।
আজ যা অনুভূতি। আগামীতে সেটাই স্মৃতি। কেদারনাথ দর্শনে গিয়ে এমন কথাই লিখলেন অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি ইনস্টাগ্রামে কেদারনাথ ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছন সারা। আর সেই সব ছবির হাত ধরেই তিনি তুলে ধরেছেন তাঁর নানা স্মৃতিকথা। সারা আলি খান-এর ফিল্মি কেরিয়ারের প্রথম ছবি ছিল কেদারনাথ। যেখানে তাঁর বিপরীতে ছিলেন সেই সময়ে বলিউডের সম্ভাব্য এক নম্বর নায়ক সুশান্ত সিং রাজপুত। বছর দুয়েক আগে প্রয়াত হয়েছেন সুশান্ত। নিজের ছবির প্রথম নায়কের সঙ্গে কেদারনাথে কাটানো বহু মুহূর্তের কথা সেই সময় শেয়ার করেছিলেন সারা। বোঝা গিয়েছিল কেদারনাথ সারা-র জীবনে কতটা তাৎপর্য বহন করে। সেই কেদারনাথের বুকেই ফের দেখা মিলল সারা-র। ভিডিও করে করে দেখালেন কীভাবে শ্যুটিং-এর সময় কোথায় তিনি ছিলেন। কোথায় বসতেন সবকিছু।