জওয়ানের বিশাল সাফল্যের পর বিশাল সাংবাদিক বৈঠক কিং খান-য়ের । জওয়ানের সাফল্যের সিংহভাগ কৃতিত্বই ছবির কলাকুশলীদের দিলেন কিং খান ।
জওয়ানের বিশাল সাফল্যের পর বিশাল সাংবাদিক বৈঠক কিং খান-য়ের । শাহরুখ ছাড়াও ছিলেন অ্যাটলি, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি সহ অন্যান্যরা । মাইক হাতে মঞ্চে শাহরুখকে দেখে দর্শকের উচ্ছ্বাস চোখে পড়ার মত । জওয়ানের সাফল্যের সিংহভাগ কৃতিত্বই ছবির কলাকুশলীদের দিলেন কিং খান । নিজের সহ অভিনেতা অভিনেত্রীদের প্রশংসাও করলেন মন খুলে।