জন্মদিনে অনুরাগীদের স্বপ্নপূরণ করলেন কিং খান। প্রতিবারের মতো এবারও মধ্যরাতে অনুরাগীদের স্বপ্নপূরণ করলেন বাদশা। বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় উপস্থিত হন।
৫৮-এ পা দিলেন বাদশা। ২ নভেম্বর তাঁর জন্মদিন। গত রাত থেকে চলছে উৎসব। প্রতিবারের মতো এবারও মধ্যরাতে অনুরাগীদের স্বপ্নপূরণ করলেন বাদশা। বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় উপস্থিত হন। সূত্রের খবর, এবার ভারতীয় ক্রিকেটারের সঙ্গে কাটাতে চান জন্মদিন। তেমনই জন্মদিনে বাদশাকে বিশেষ একটি উপহার দিতে চলেছেন রাজকুমার হিরানি।