গত সন্ধ্যায় মুম্বইতে সোসাইটি অ্যাচিভারস অ্যাওয়ার্ডস ২০২২ এর আয়োজন হয় । সোনু সুদ সেখানে নেশনস প্রাইড অ্যাওয়ার্ডে ভূষিত হন ।
গত সন্ধ্যায় মুম্বইতে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন হয় | সোসাইটি অ্যাচিভারস অ্যাওয়ার্ডস ২০২২ নামে ওই অনুষ্ঠানে দেখা যায় তারকার মেলা | সোনু সুদ, সিদ্ধার্থ মালহোত্রা, ফারাহ খান, রোহিত শেঠি, জারিন খান সহ বহু তারকা উপস্থিত ছিলেন | সোনু সুদ নেশনস প্রাইড অ্যাওয়ার্ডে ভূষিত হন | পুরস্কার প্রদান করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে |