মুম্বইয়ে অনুষ্ঠিত হয় নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান। আম্বানি পরিবারের আমন্ত্রণে ভারতে এলেন 'স্পাইডারম্যান' ওরফে টম হল্যান্ড । সঙ্গে এসেছেন হলি অভিনেত্রী জেন্ডায়া ।
মুম্বইয়ে অনুষ্ঠিত হয় নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান। আম্বানি পরিবারের আমন্ত্রণে ভারতে এলেন 'স্পাইডারম্যান' ওরফে টম হল্যান্ড । সঙ্গে এসেছেন হলি অভিনেত্রী জেন্ডায়া । অনুষ্ঠানের দ্বিতীয় দিন তাদের দেখা যায় NMACC-এর রেড কার্পেটে | টম সাদা শার্টের সঙ্গে কালো স্যুট পরেছিলেন | নীল শাড়িতে ফ্রেমবন্দি হন অভিনেত্রী জেন্ডায়া | টম হল্যান্ড ও জেন্ডায়ার পাশাপাশি উপস্থিত ছিলেন বহু বিদেশের অতিথি।