রাত পোহালেই রাখি বন্ধন উৎসব । তার আগেই রাখির আমেজে গা ভাসিয়েছেন অভিনেতা সানি দেওল । পর্দার তারা সিংকে দেখা গেল ভক্তদের হাত থেকে রাখি পরতে।
রাত পোহালেই রাখি বন্ধন উৎসব । তার আগেই রাখির আমেজে গা ভাসিয়েছেন অভিনেতা সানি দেওল । পর্দার তারা সিংকে দেখা গেল ভক্তদের হাত থেকে রাখি পরতে। সানির হাতে রাখি পরিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ছোটরা। তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন সানি। বড়দের থেকে রাখি বেধে আশীর্বাদও নিলেন সানি।