১৮ জুন বিয়ে করছেন সানি দেওলের ছেলে করণ দেওল, পাত্রী বিমল রায়ের নাতনি দ্রিশা আচার্য। বৃহস্পতিবার আয়োজিত হল মেহেন্দি অনুষ্ঠান ।
১৮ জুন বিয়ে করছেন সানি দেওলের ছেলে করণ দেওল । পাত্রী বিমল রায়ের নাতনি দ্রিশা আচার্য। ইতিমধ্যেই হয়ে গেছে রোকা অনুষ্ঠান । রোকাতে সানি দেওলকে দেখা গেল দারুণ মজা করতে । সানি-ববিদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । বৃহস্পতিবার মেহেন্দি অনুষ্ঠানে হাজির ছিলেন দুই কাকা অভয় দেওল ও ববি দেওল ।
করণ এদিন একটি হলুদ কুর্তা পরেছিলেন ।