কেরল থেকে ১৩ বছরে ৩২ হাজার মহিলা নিখোঁজ! কোথায় পাচার হয়ে গেলেন তাঁরা? ‘দ্য কেরালা স্টোরি’ প্রশ্ন তুলতে চলেছে, বছরের পর বছর ধরে এই ঘটনা ঘটছে। কেরল সরকার কি জেগে ঘুমাচ্ছে?
একটা রাজ্যের ৩২ হাজার মহিলা নিখোঁজ! কারওর কোনও মাথাব্যথা আছে? প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিদের কথা জানা নেই। তবে পরিচালক সুদীপ্ত সেনকে বিষয়টি ভাবিয়েছে। ফলাফল, ‘দ্য কেরালা স্টোরি’-র মতো ছবি। এমন ভয়ঙ্কর কাহিনীর নেপথ্য কাহিনী নাকি আরও ভয়ঙ্কর! ছবি বানাতে গিয়ে পরিচালক জেনেছেন, এত সংখ্যক মহিলাকে স্রেফ তুলে নিয়ে যাওয়া হয়েছে নানা সময়ে! কোথায় নিয়ে যাওয়া হয়েছে জানেন? সিরিয়া, আফগানিস্তানে। সেখানে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। আইসিস জঙ্গি বানানো হয়েছে সবাইকে! এই ছবিই প্রশ্ন তুলতে চলেছে, বছরের পর বছর ধরে এই ঘটনা ঘটছে। কেরল সরকার কি জেগে ঘুমাচ্ছে?