'কেরালা স্টোরি নিয়ে দিদি-কে ভুল বোঝানো হয়েছে'। দ্য কেরালা স্টোরির ব্যান নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন পরিচালক সুদীপ্ত সেন। দ্য কেরালা স্টোরির উপর ব্যান দুর্ভাগ্যজনক, বললেন সুদীপ্ত।
'কেরালা স্টোরি নিয়ে দিদি-কে ভুল বোঝানো হয়েছে'। দ্য কেরালা স্টোরির ব্যান নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকার। একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন পরিচালক সুদীপ্ত সেন। দ্য কেরালা স্টোরির উপর ব্যান দুর্ভাগ্যজনক, বললেন সুদীপ্ত। 'মমতা বন্দ্যোপাধ্যায় ছবি না দেখেই সিদ্ধান্ত নিয়েছেন। ব্যান করার মতো বিষয়ই দ্য কেরালা স্টোরিতে নেই। বেড়ে চলা সন্ত্রাসবাদ ও তার শিকার হওয়া মানুষের কাহিনি। এখানে কোনওভাবেই একটি বিশেষ সম্প্রদায়কে আঘাত করা হয়নি। যে মানুষগুলো আইসিস-এর সন্ত্রাসের শিকার তাদের পরিবারের কাহিনি। আমার সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ নেই, আমি ফিল্ম মেকার। রাজনৈতিক নেতাদের কৌশলের ফাঁদে আমি পা ফেলতে চাই না। এই ব্যানের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি।'