মুক্তি পেল অজয় দেবগনের ভোলার দ্বিতীয় টিজার । এই অ্যাকশন-প্যাকড সিনেমায় প্রধান ভূমিকায় অজয় দেবগন এবং টাবু, মুক্তি পাবে ৩০শে মার্চ ।
মুক্তি পেল অজয় দেবগনের ভোলার দ্বিতীয় টিজার | এই অ্যাকশন-প্যাকড সিনেমায় প্রধান ভূমিকায় অজয় দেবগন এবং টাবু | আগেই ভোলার প্রথম টিজার মুক্তি পেয়েছিল | প্রথম টিজার দেখে সিনেমা প্রেমীদের যথেষ্ট উৎসাহ জুগিয়েছে | চলচ্চিত্রটি একটি ওয়ান-ম্যান আর্মির গল্প | সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে ৩০শে মার্চ ২০২৩ |