প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে ২৬শে নভেম্বর ইহলোক ত্যাগ করেন, গতকাল একটি শ্রদ্ধা সভার আয়োজন করা হয় । জনি লিভার, অমিত বহল, শাবানা আজমি ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা শ্রদ্ধা নিবেদন করলেন ।
২৬শে নভেম্বর বলিউডের প্রবীণ অভিনেতা বিক্রম গোখলে ইহলোক ত্যাগ করেন | প্রবীণ অভিনেতা ৭৭ বছর বয়সে পুনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন | ২১ শে ডিসেম্বর মুম্বইয়ের ইসকন মন্দিরে একটি শ্রদ্ধা সভার আয়োজন করা হয় | আয়োজন করে সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন। জনি লিভার, অমিত বহল, শাবানা আজমি ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা শ্রদ্ধা নিবেদন করলেন |