কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে আফ্রিকার এই দেশটি!

কাতারে এবারের বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহের মতো বাকি। সব দলই প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু এরই মধ্যে ফিফার পদক্ষেপে চাপে পড়ে গিয়েছে একটি দল।

কোনওবারই বিশ্বকাপে বেশিদূর এগোতে না পারলেও, আফ্রিকান ফুটবলের প্রথমসারির দল টিউনিশিয়া। এবারও এই দলটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। কিন্তু কাতারে মূল প্রতিযোগিতা শুরু হওয়ার ঠিক আগে ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে টিউনিশিয়ার জাতীয় ফুটবল দলকে নির্বাসিত করার হুঁশিয়ারি দিয়েছে ফিফা। সেটা হলে টিউনিশিয়ার পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব হবে না। তাদের বদলে অন্য কোনও দলকে সুযোগ দেওয়া হতে পারে। ফিফার এই হুঁশিয়ারিতে উদ্বিগ্ন টিউনিশিয়া ফুটবল ফেডারেশন। কয়েকদিনের মধ্যেই ফিফার কথা অনুযায়ী যদি কাজ না হয়, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলও চাইছে টিউনিশিয়া ফুটবল ফেডারেশন যাবতীয় সমস্যা মিটিয়ে নিক। ফুটবলাররা লড়াই করে দেশকে বিশ্বকাপের মূলপর্বে নিয়ে গিয়েছেন। এখন বিশ্বকাপ শুরু হওয়ার মুখে যদি ফুটবল বহির্ভূত কারণে ফুটবলাররা এই প্রতিযোগিতায় খেলার সুযোগ হারান, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে।

সম্প্রতি টিউনিশিয়ার ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী কামেল ডেগুইচে মন্তব্য করেন, বিভিন্ন ক্রীড়া সংস্থার পরিচালন সমিতি ভেঙে দিতে পারেন। এরপরেই নড়চড়ে বসেছে ফিফা। টিউনিশিয়া ফুটবল সংস্থাকে চিঠি দিয়ে ফিফা বলেছে, “আমরা জানতে পেরেছি, আপনাদের দেশের সরকার ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছে এবং ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সমিতি ভেঙে দিতে চাইছে। আমরা এ বিষয়ে তথ্য চাই। ফিফার সব সদস্য দেশের ফুটবল সংস্থা স্বাধীনভাবে কাজ করার বিষয়ে দায়বদ্ধ। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা চাপ বরদাস্ত করা হবে না। টিউনিশিয়ার ফুটবল সংস্থা যদি এই নিয়ম মেনে চলতে না পারে, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। টিউনিশিয়া ফুটবল ফেডারেশনকে নির্বাসিতও করা হতে পারে।”

Latest Videos

টিউনিশিয়ার একটি রেডিও চ্যানেলে প্রচারিত হওয়া খবর অনুযায়ী, শুক্রবারের মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে জবাব চেয়েছে ফিফা। কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলকেও এ বিষয়ে অবহিত করেছে ফিফা। এবার টিউনিশিয়া ফুটবল ফেডারেশন কী জবাব দেয়, তার উপরেই তাদের কাতার বিশ্বকাপে খেলার বিষয়টি নির্ভর করছে।

কয়েকমাস আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য এআইএফএফ-কে নির্বাসিত করে ফিফা। ফলে ভারতে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করা যাবে না বলে জানা যায়। তবে দ্রুত এই সমস্যার সমাধান করা সম্ভব হয়। ফলে ভারতের জাতীয় ফুটবল দলের উপর থেকে যেমন নির্বাসন উঠে গিয়েছে, তেমনই মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও হচ্ছে।

আরও পড়ুন- 

ফিফা ওয়ার্ল্ড কাপের থিম গানে এবার নোরা ফাতেহি, নাচের তালে ঘুম কাড়লেন দর্শকদের 

 

শাকিরার পর ফিফা বিশ্বকাপের সংগীত নোরা ফাতেহির গলায়, বিশ্বমঞ্চে বিশেষ মর্যাদা ভারতের 

 

কাতার বিশ্বকাপের পরই কী অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, উত্তর জানালেন সিআরসেভেন

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন