আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, জেনে নিন ২০২২ সালের দুর্গাপুজোর তিথি সময় ও ক্ষণ

কলকাতার অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে পুজোর থিমের লড়াই, মানুষের ঢল নামে রাস্তায় একবার মাতৃ দর্শণের জন্য।  সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও, এই বিশেষ সময়ে পরিবারের সঙ্গে কাটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তাই পুজোর প্ল্যানের আগে ২০২২ সালের দুর্গাপুজো নির্ঘন্ট দেখে নিন এক নজরে-
 

deblina dey | Published : Aug 28, 2022 5:31 AM IST

18
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, জেনে নিন ২০২২ সালের দুর্গাপুজোর তিথি সময় ও ক্ষণ

শরতের আকাশে ভেসে থাকা সাদা মেঘ জানান দিচ্ছে 'মা' আসছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। মাঠে ঘাটে কাশ ফুল জানান দিয়ে যায় ঘরে মেয়ের আসার সময় হয়েছে। সেই আনন্দ মেতে উঠে শহর কলকাতা-সহ গোটা বাংলা। কলকাতার অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে পুজোর থিমের লড়াই, মানুষের ঢল নামে রাস্তায় একবার মাতৃ দর্শণের জন্য।  সারা বছর পরিবার ছেড়ে বিদেশে থাকা মানুষটিও, এই বিশেষ সময়ে পরিবারের সঙ্গে কাটানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। তাই পুজোর প্ল্যানের আগে ২০২২ সালের দুর্গাপুজো নির্ঘন্ট দেখে নিন এক নজরে-

28

২০২২ সালে দেবীর গজে আগমন, ফল-  শষ্যপূর্ণা বসুন্ধরা। 
দেবীর নৌকায় গমন, ফল-  শষ্য ও জল বৃদ্ধি।।

মহালয়া-
মহালয়া মানেই দুর্গাপুজোর শুরু। ভোরবেলা রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চন্ডীপাঠ সকলের মনে পুজোর গন্ধ ছড়িয়ে দিয়ে যায়। আর সেই দিন থেকেই শুরু হয়ে যায়। ২০২২ সালের মহালয়া হবে ৮ আশ্বিন ১৪২৯, ২৫ সেপ্টেম্বর ২০২২ রবিবার।

38

মহাপঞ্চমী

এই বছরে ২০২২ সালের এই দিনে সমস্ত প্যান্ডেলে মা এসে পড়েন। রাস্তায় ছোট থেকে বড় সমস্ত মানুষের ঢল, একবার মায়ের দর্শণের জন্য। ২০২২ সালের মহা পঞ্চমী  ১৩ আশ্বিন ১৪২৯, ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার।

48

মহাষষ্ঠী

এই দিনে হয় মায়ের বোধন। অন্য বছর এই দিনে চারিদিকে আলোর সাজে ঘরের মেয়ে উমার বন্দনায় ব্যস্ত বাঙালি। নতুন জামা আর শিউলির গন্ধে প্রকৃতি নিয়েছে এক অন্য রূপ। ২০২২ সালের মহাষষ্ঠী ১৪ আশ্বিন ১৪২৯, ১ অক্টোবর ২০২২ শনিবার।

58

মহাসপ্তমী

অন্য বছর এই সময়ে প্রায় বেশিরভাগ প্যান্ডেলের ঠাকুর দেখা হয়ে গিয়েছে। বন্ধু ও পরিবারের সঙ্গে আড্ডা, খাওয়া-দাওয়া, নতুন কাপড় সবকিছু মিলিয়ে এদিনে পুজোর আনন্দ এক অন্য মাত্রা নেয়। নবপত্রিকা স্নানের মধ্যে দিয়ে এ বছরের মহাসপ্তমী পালিত হবে ২০২২ সালের মহাসপ্তমী ১৫ আশ্বিন ১৪২৯, ২ অক্টোবর ২০২২ রবিবার

68

মহাঅষ্টমী

এ দিনে মহাঅষ্টমীরকল্পারম্ভ। এ দিন হবে সন্ধিপুজো ও কুমারী পুজোর তিথি। ২০২২ সালের মহাঅষ্টমী ১৬ আশ্বিন ১৪২৯, ৩ অক্টোবর ২০২২ সোমবার।

78

মহানবমী

এই দিনটি থেকেই শুরু হয়ে যায় মন খারাপের পালা। ঘরের মেয়ের ফিরে যাওয়ার সময় হয়ে এল। এই দিনের রাতের পর থেকই আনন্দ মিলে মিশে যায় বিদায়ের সুরে। ২০২২ সালের মহানবমী ১৭ আশ্বিন ১৪২৯, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

88

বিজয়া দশমী

এই দিনেই, বছরের মতো মা উমাকে বিদায় জানানোর পালা। অপেক্ষা আরও এক বছরের। সিঁদুর খেলা, বিসর্জন সব কিছু মিলিয়ে কোথায় যেন মন খারাপের মধ্যেও আশা থাকে আগামী বছর আবার ফিরে আসবে ঘরের মেয়ে। ২০২২ সালের বিজয়া দশমী ১৭ আশ্বিন ১৪২৯, ৫ অক্টোবর ২০২২ বুধবার
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos