কন্ট্রোভার্সি যেন পিছু ছাড়ছে না পরীমণির। একের পর এক নয়া বিতর্ক। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণিকে নিয়ে এই মুহূর্তে উত্তাল গোটা বাংলাদেশ। জেল থেকে মুক্তির দিন হাতে লিখেছিলেন প্রতিবাদের ভাষা। জেল থেকে ছাড়া পেয়েই ভোলবদল হয়েছে পরীমণির। সম্প্রতি আগামী ছবি 'প্রীতিলতা'-র পরিচালক রাশিদ পলাশের জন্মদিনে শরীরী শিহরণে আগুন জ্বালিয়েছেন বাংলাদেশের কন্ট্রোভার্সি কুইন পরীমণি।