ফিনফিনে নাইটস্যুটে বিছানায় উষ্ণতা, বউদির অন্তর্বাসের হটকা-য় চোখ আটকে ঠাকুরপোদের

 মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস। তবে মোনালিসা বা অন্তরা নয়, শরীরের হিল্লোল, চোখের ইশারায় দেওরদের রাতের ঘুম উড়াতে সিদ্ধহস্ত ঝুমা বৌদি। রূপোলি পর্দার মতোই ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন ঝুমা বৌদি। হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো' মানেই ঝুমা বৌদি। আর ঝুমা বৌদিকে চেনে না এমন দেওরের সংখ্যা প্রায় হাতে গোনা। বরাবরই সাহসী ছবি, লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় মেতে ওঠা বৌদিকে দেখতে সারাদিনই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। কালো রঙের ফিনফিনে নাইটস্যুটে 'হট অ্যান্ড সেক্সি' লুকে ঠাকুরপোদের ঘুম উড়িয়েছেন 'নটি' বৌদি।

Riya Das | Published : Nov 9, 2020 5:18 AM IST
18
ফিনফিনে নাইটস্যুটে বিছানায় উষ্ণতা, বউদির অন্তর্বাসের হটকা-য় চোখ আটকে ঠাকুরপোদের

হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো' মানেই ঝুমা বৌদি। আর ঝুমা বৌদিকে চেনে না এমন দেওরের সংখ্যা প্রায় হাতে গোনা। 

28


ফের হট অবতারে ঠাকুরপোদের ঘুম উড়াতে হাজির হয়েছেন ঝুমা বৌদি। প্রতিটি ছবিতেই উষ্ণতা যেন চুঁইয়ে পড়ছে।

38

কালো রঙের ফিনফিনে নাইটস্যুটে নটি পোজে দেওরদের কাত করেছেন হটি বৌদি। তবে অন্তর্বাসের হটকা-তেই চোখ আটকে নেটিজেনদের।

48


বরাবরই হট লুকে শরীরে হিল্লোলে নিজেকে বোল্ড অবতারে মেলে ধরেন এই বঙ্গতনা। এবারও তেমনটাই করেছেন।

58


সাদা বিছানায় শুয়ে স্লিভলেস কালো শ্যুটে উন্মুক্ত বক্ষের উষ্ণতা ছড়াচ্ছেন গর্জিয়াস মোনালিসা।

68

আপাতত গোয়ায় একান্ত সময় কাটাচ্ছেন মোনালিসা। সেখান থেকে খোলামেলা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

78

 খোলা চুলে বিছানায় শুটে হট পোজে ভাইরাল হয়েছেন অভিনেত্রী।লাস্যময়ী ভঙ্গিতে শরীরী উন্মাদনায় মেতে ওঠা বৌদিকে দেখতে সারাদিনই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়।

88


 ইতিমধ্যেই ভোজপুরি ছবি ছাড়াও ১৩০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন মোনালিসা। মোনালিসার  ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা হতবাক হয়েছেন । 

Share this Photo Gallery
click me!

Latest Videos