মহালয়া মানেই পুজোর বোধন। আর সেই সঙ্গে বাঙালির পুজোর ফাইনাল পর্বের এন্ট্রি। অতিমারির সঙ্কট গত বছরের মহালয়ার উন্মাদনাকে এক্কেবারেই শুইয়ে দিয়েছিল। পুজোর আনন্দেও ছিল ওই কোনওমতে একটু ঠাকুর নাম আওড়ে নেওয়ার মতো। কিন্তু, অতিমারির সঙ্কটেও মানুষ আতঙ্ককে ভুলে এক হওয়ার উপায়টা শিখে নিয়েছে। সোশ্যাল ডিস্ট্যান্সিং, মাস্ক-স্যানিটাইজারের ব্যবহার মানুষকে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার শক্তি জুগিয়েছে। তাই মানুষ যখন মানসিকভাবে এখন অনেকবেশই সাহসী-তাহলে সেখানে পুজোর আনন্দ কে আটকায়। আর এই পুজোর আনন্দ ভোগের দরজাটা খুলে দেবে মহালয়া। সুতরাং, মহালয়ার দিনে জি-বাংলা-র নানা রূপে মহামায়ার- নারী শক্তিদের দিকে একবার না তাকালেই নয়- রইল গ্যালারি আপনাদের জন্য-